কুমিল্লার দাউদকান্দির পেট্রলপাম্প থেকে উদ্ধার শিশু দুটির অভিভাবকের সন্ধান এখনও মেলেনি।উপায়ান্তর না দেখে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশু দুটিকে রাখা হয়েছে নগরীর সংরাইশ সরকারি শিশু সদনে।আগামী রোববারের মধ্যে অভিভাবকের খোঁজ না পেলে তাদের পাঠানো হবে চট্টগ্রামের সোনামণি নিবাসে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকার একটি পেট্রলপাম্পের সামনে শিশু দুটিকে কাঁদতে দেখেন স্থানীয়রা।খোঁজাখুঁজির পর অভিভাবকের সন্ধান না পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান,শিশু দুটির একজনের নাম আব্দুল্লাহর বয়স ৩।অন্যজন ৫ বছরের তাসনিম।নাম ছাড়া আর কিছু বলতে পারছে না তারা।
তিনি বলেন,মঙ্গলবার রাত থেকে বুধবার পুরো দিন তাদের অভিভাবকের সন্ধান করেছি।না পেয়ে সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তাদের কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।কুমিল্লা জেলা সমাজসেবা কর্মকর্তা জেড এম মিজানুর রহমান বলেন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা নুরুল আমিন শিশুদের গ্রহণ করেছেন।তাদের এখন রাখা হয়েছে সংরাইশ সরকারি শিশু সদনে।রোববার পর্যন্ত তারা ওখানে থাকবে।এ সময়ে তাদের অভিভাবকদের খোঁজা হবে।না পেলে চট্টগ্রামের সোনামণি নিবাসে তাদের পাঠিয়ে দেয়া হবে।