কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় সরকার বিভাগের সরাসরি অর্থায়নে উপজেলার ১৩টি ইউনিয়নে ২ জন করে মোট ২৬ জন গ্রামপুলিশের মাঝে বিনামূল্যে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা চত্বরে রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেলগুলো গ্রামপুলিশের মাঝে নিজ হাতে বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমিন সরকার, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।
বাইসাইকেলপ্রাপ্ত চৌদ্দগ্রামের গ্রাম পুলিশকে আরও দক্ষ ও চৌকস করে তুলবে বলে আশা করেন উপস্থিত অতিথিবৃন্দ।