কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক অভিযানে ২টি শর্টগানের কার্তুজ ও ৭ কেজি গাঁজা সহ ৩জনকে গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার দুপুরে র্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি ১২ বোর শর্টগানের কার্তুজসহ সোহরাব হোসেন নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে,সোহরাব হোসেন দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের সাথে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এছাড়া উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকা থেকে ৭ কেজি গাঁজা সহ আরো ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন,জগমোহনপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ আবুল হাশেম এবং জসীম উদ্দীনের ছেলে মোঃ মাসুদ রানা।