কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে ফাল্গুনকরা চ্যারিটি অর্ডারের পক্ষ থেকে কিশোরীদের মাঝে হেলথ হাইজিন কিট-স্যানিটারি ন্যাপকিন,টিস্যু,ওরস্যালাইনসহ অন্যান্য স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।ফাল্গুনকরা চ্যারিটি অর্ডারের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক,চৌদ্দগ্রাম পৌরসভার ফাল্গুনকরা গ্রামের কৃতি সন্তান অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী ১৫০ জন কিশোরীর মাঝে নিজ অর্থায়নে এসব স্বাস্থ্য উপকরণ সরবরাহ করেন।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এবং বিধিমালা ২০১৮ সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভা শেষে উপস্থিত কিশোরীদের মাঝে স্বাস্থ্য উপকরণগুলো বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।তিনি কয়েকজন কিশোরীর হাতে এসব স্বাস্থ্য উপকরণ তুলে দেন।এরপর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার স্বাস্থ্য উপকরণগুলো কিশোরীদের হাতে তুলে দেন।
এর আগে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার ফালগুনকরা চ্যারিটি অর্ডারের ভলান্টিয়ার সালেহ চৌধুরী, কাইউম,সাংবাদিক নুরুল ইসলাম আবির,মাহাবুব হাসান চৌধুরী রাহিম,হোসেন চৌধুরী হৃদয়,মাহিন ও আনোয়ারের কাছ থেকে স্বাস্থ্য উপকরণগুলো গ্রহণ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান কিশোরীদের বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হওয়ার এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান কিশোরীদের বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হওয়ার এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক,চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু,উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার,মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার,সহকারী কমিশনার ভূমি তমালিকা পাল,চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আবু তৈয়ব,মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রাণী চক্রবর্তীসহ আরো অনেকে।