গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ জুলাই সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরণ্যপুরএলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে২৮ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৩৬ বোতল বিদেশী মদ ও ৯৬ক্যান বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১।কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরণ্যপুর (পশ্চিমপাড়া) গ্রামের আহম্মদআলীর মেয়েআমেনা বেগম (৩৩)
২।কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরণ্যপুর পূর্বপাড়া (খিলাবাড়ি) গ্রামের মোঃ খলিল মিয়ার ছেলে মোঃ ফরহাদ হোসেন (২৫)।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, বিদেশী মদ ও বিয়ারসহবিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেলথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।