ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে এক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি কিশোরগ্যাং চক্রের বিরুদ্ধে। বুধবার দুপুরে বোয়ালমারী পৌর সদরের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগ্যাং এর হামলায় আহত স্কুলছাত্র নাইমুল ইসলাম নির্জন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা ডাঃ নুরুল ইসলাম। লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সুত্রে জানাযায়, বোয়ালমারী জর্জএকাডেমী স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী মোঃ নাইমুল ইসলাম নির্জন বেলা ১২ টার দিকে স্কুল ছুটি শেষে বোয়ালমারী বাজারের স্বর্ণকার পট্রিতে অপেক্ষামান চাচা মনির হোসেনের নিকট থেকে ১ লক্ষ টাকা নিয়ে হাসপাতাল রোডস্থ বাড়িতে ফিরছিলো।
সে পুনরায় স্কুলের সামনে পৌছলে মোঃ রাহুল (১৬) কাজী খোয়াইব(১৫)মোঃ ইব্রাহীম(১৫)সহ ১০/১২ জনের একদল কিশোর নাইমুলের গতিরোধ করে দাড়ায় এবং এক পর্যায়ে তাকে টানাহেঁচড়া করতে করতে পশু হাসপাতাল সংলগ্ন নির্জন গলির মধ্যে নিয়ে যায়। সেখানে নাইমুলকে পিঠমোড়া দিয়ে বেধে কাঠের বাটাম,লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে গুরুতর আহত করা হয়। এতে সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলে কিশোর দূর্বৃত্তরা তার কাছে থাকা একটি টাচ মোবাইল ফোন ও নগদ ওই ১ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন নাইমুল ইসলামকে উদ্ধার করে বাড়িতে পৌছানোর ব্যাবস্থা করেন। এ ঘটনায় ওই দিন রাতেই বোয়ালমারী থানায় ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রের বাবা ডাঃ মোঃ নুরুল ইসলাম।
সাংবাদিকদের তিনি বলেন,অভিযুক্তরা সবাই চিহ্নিত কিশোর অপরাধী চক্রের সদস্য। তারা চরম নিষ্ঠুর ভাবে আমার ছেলেটাকে মেরে টাকা লুটে নিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবী করছি।
জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আলম বলেন,আসলে বোয়ালমারীতে সেরকম কোন কিশোর অপরাধী চক্র গড়ে ওঠেনি। বিচ্ছিন্ন ভাবে হয়তো কেউ অপরাধে জড়াতে পারে। উল্লেখিত ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।