কক্সবাজারের পেকুয়ায় মাদ্রাসা শিক্ষকের বসতবাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।এতে ওই শিক্ষকের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।রোববার দিনগত রাত দুইটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের আমিলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক শফি উল্লাহ একই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে ও রাজাখালী এলাহিয়া ইসলামিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এ ঘটনায় তিনি বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।শিক্ষক মোঃ শফিউল্লাহ বলেন,স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ আমার দীর্ঘদিনের ভোগদখলীয় জমিটি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল।এর জেরে সন্ত্রাসীরা প্রায় সময় আমাকে প্রাণে হত্যার হুমকি দেয়।সে ঘটনায় আমি তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি।
এতে ক্ষিপ্ত হয়ে রোববার দিনগত রাতে একই এলাকার জাহাঙ্গীর আলম (৬২),তার ছেলে তৌহিদুল ইসলাম(৩৮),মোজাহিদুল ইসলাম(৩২),কালা মিয়া সিকদারের ছেলে সুজাঙ্গীর (৫০) ও বাঁশখালী চনুয়া এলাকার মৃত টিপু মিয়ার ছেলে এমরান (২৭) ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আমার বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে।এসময় আমরা প্রতিহতের চেষ্টা করলে সন্ত্রাসীরা দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।সন্ত্রাসীরা আমার বসতঘরে থাকা নগদ এক লাখ ২৫ হাজার টাকা ও মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়।
এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।