কক্সবাজারের পেকুয়ায় উপজেলার মগনামা ইউনিয়নের ব্যবসায়ী জয়নাল আবেদীন হত্যাকান্ডের অন্যতম আসামী নুর মোহাম্মদকে (৪০) গ্রেপ্তার করছে পুলিশ।রোববার (২৪ আগস্ট) বিকেল ৩ টার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মেধা কচ্ছপিয়া এলাকায় থেকে মামলার বাদী আমিরুজ্জামান স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ধরে চকরিয়া থানা পুলিশের কাছে তুলে দেন।
পরে চকরিয়া থানা পুলিশ আটক নুর মোহাম্মদকে পেকুয়া থানায় হস্তান্তর করে।নুর মোহাম্মদ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সাতঘর পাড়া এলাকার মৃত আব্দুল মালেক ছেলে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, আটক নুর মোহাম্মদ একটি হত্যা মামলার পলাতক আসামী।তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য,গত ২ মে রাতে মগনামা ফুলতলা স্টেশনে গুলিবিদ্ধ ও কুপিয়ে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে হত্যা করে সন্ত্রাসীরা।এ ঘটনায় নিহত জয়নাল আবেদীনের ছোট ভাই আমিরুজ্জামান বাদী হয়ে পেকুয়া থানায় ৩২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।নুর মোহাম্মদ ওই মামলার এজহারনামীয় আসামী।