নিভৃতচারী যাদুময় কন্ঠের অধিকারী বাউল সুকুমার বৈরাগী। বগুড়ার সোনাতলা উপজেলার সাড়াজাগানো এই বাউল শিল্পী এবার গাইলেন নরসিংদীর সন্তান গীতিকার জসীমউদ্দিন আকাশের লেখা গান। গানটিতে সুর দিয়েছেন প্রতিভাবান সুরকার এস. কে সানু। গানটির মিউজিক কম্পোজিশন করেন এ.এইচ. তুর্য। আবেগ ভরা ছন্দময় লেখনীতে হৃদয়স্পর্শী ‘মানুষ চেনা বড় দায়’ গানটি বিডি২৯ মাল্টিমিডিয়ার সার্বিক তত্বাবধানে রেকর্ডিং, মিউজিক কম্পোজিশন সমাপ্ত হলো সম্প্রতি।
গানটিকে বাস্তবতার নিরিখে মাটি ও মানুষের আবেগ আর হারানোর ব্যথাকে সমভাবে ফুটিয়ে তুলেছেন গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও বিডি২৯ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান জসীমউদ্দিন আকাশ। তিনি এর আগে বিজয় দিবসের প্রাক্কালে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশকে’ নিয়ে গান করে সাড়া জাগিয়েছেন। গানটির গীতিকার জসীমউদ্দিন আকাশ বলেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই মানুষ মানুষের প্রতিপক্ষ। বিশ্বাসের ঘরে আঘাত করছে আপন মানুষেরা। প্রবাসে থেকেও কাছের মানুষগুলোর আচরণ খুব আহত করে আমাকে।স্বার্থপর মানুষগুলোর কাছে ভালবাসাও আজকাল ঠুনকো হয়ে গেছে।
মানুষ জাগতিক মোহে চরম আকৃষ্ট। তারা মৃত্যু ভয় উপেক্ষা করে প্রতারণার প্রতিযোগিতায় লিপ্ত। সুরকার এস. কে সানু বলেন, জসীমউদ্দিন আকাশ ভাই একজন বাস্তববাদী লেখক। উনার গানটিতে সুর দিতে পেরে আমি কৃতার্থ। আশা করছি গানটি জনপ্রিয়তার শীর্ষে থাকবে। শিল্পী সুকুমার বাউল বলেন, সরল-সহজ কথামালায় সাজানো, বর্তমান সমাজ, মানুষের চালচলন, আচার-আচরণের বর্তমান রুপটি তুলে ধরেছেন গানের লেখক জসীমউদ্দিন আকাশ। গানটি আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। আশা করছি শ্রোতারা গানটি উপভোগ করবে।