সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম আর নেই।বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার পারিবারিক সূত্রে জানা যায়,তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
গত ২২ সেপ্টেম্বর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর নমুনা সংগ্রহে তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়।দীর্ঘ ৮দিন আইসিইউতে রেখে অক্সিজেন দিয়ে তার চিকিৎসা চলছিল।অবস্থার উন্নতি না হলে আশংকাজনকভাবে তাকে আজ বৃহস্পতিবার বিকাল ২টায় সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়।চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম দোয়ারাবাজার উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন।এরপর তিনি দোয়ারাবাজার উপজেলা পরিষদের (১৯৯৫-১৯৯০) সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারি সার্জন ছিলেন।
১৯৭৯ ইং সনে (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে।