গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামডাকুয়া সেতুটি উদ্বোধনের আগেই ধসে গেছে পূর্ব পাশের সংযোগ সড়কসহ শেষ প্রান্তের পিলার সংলগ্ন একাংশ। এতে প্রায় ৩০ ফুট জায়গায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগে জানা গেছে, নির্মাণ কাজের শুরু থেকে সেতুর কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছিল। এ কারণে বিক্ষুব্ধ লোকজন একাধিকবার সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। তারপরও প্রভাব খাটিয়ে কাজ করেছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। সেতুটি এখনও উদ্বোধন করা হয়নি।
সুন্দরগঞ্জের তিস্তার চরবাসির দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট লাঘবে ২০১৯ সালে ৫ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৪শ’ ৪৪ টাকা ব্যয়ে এলজিইডি রামডাকুয়া সেতুটির নির্মাণ কাজ শুরু করে। ২০২০ সালের মার্চ মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। অথচ ২০২১ সালের আগষ্ট মাসেও কাজ শেষ হয়নি। ঢাকার ঠিকাদার প্রতিষ্ঠান পুরকৌশল প্রযুক্তি লিমিটেড ৯৬ মিটার লম্বা পিসি গার্ডার সেতু দু’পাশে ৫০মিটার করে ১০০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করে।
সেতুটি ধসে পড়ায় উপজেলার বেলকা, হরিপুর, তারাপুর সহ পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারি উপজেলার প্রায় ২০টি গ্রামের মানুষ সড়ক যোগাযোগের ক্ষেত্রে বিপাকে পড়েছে। এব্যাপারে উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, সেতুর সংযোগ সড়কের পাশের বাড়ির মালিক জায়গা না দেয়ায় সংযোগ সড়কের স্লাব প্ল্যান মোতাবেক করা সম্ভব হয়নি। সে কারণে ধসে গেছে।