ঈদ পরবর্তী কঠোর লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।২৩ জুলাই শুক্রবার ভোর থেকে অভিযান অব্যাহত রেখেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।বিরামহীনভাবে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকার নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা ও থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা দিনব্যাপী উপজেলার বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন।
সরেজমিনে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কঠোর লকডাউনে সরকার ঘোষিত জরুরি দোকানপাট ব্যাতিত সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে।পণ্যবাহী ও রোগী আনানেওয়া কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।জরুরী প্রয়োজন ব্যতিত লোকজন ঘর হতে বাহির হতে তেমন একটা দেখা যায়নি।
দোকানপাটে আড্ডা দিতেও দেখা যায়নি কোথাও।শুধু মাত্র ওষুধের দোকান, কাঁচামালের দোকান, মুদি দোকান ব্যাতিত সকল দোকানপাট বন্ধ রয়েছে।রাস্তায় কোনো প্রকার ইঞ্জিন চালিত যান বাহন চলাচল করতেও দেখা যায়নি।শুধু সরকার ঘোষিত গাড়ীগুলো ব্যাতিত কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
করোনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ২৩ জুলাই শুক্রবার ভোর থেকে শুরু করে বিরামহীনভাবে উপজেলার বিভিন্ন সড়ক ও হাট বাজারে অভিযান অব্যাহত পরিচালনা করেন।এসময় অপ্রয়োজনে রাস্তাঘাটে ও হাটবাজারে অহেতুক ঘোরাফেরা না-করতে বলা হয়।সাধারণ মানুষকে মাস্ক পরার প্রতি উদ্বুদ্ধ করার প্রচার প্রচারণা চালানো হয়।এসময় স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলতে বিশেষ অনুরোধ করা হয়।