1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
অল্পের জন্য রক্ষা পেল ৬৭ যাত্রীসহ নভোএয়ার
বাংলাদেশ । সোমবার, ০৬ মে ২০২৪ ।। ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

অল্পের জন্য রক্ষা পেল ৬৭ যাত্রীসহ নভোএয়ার

শাহজাহান আলী মনন:
  • প্রকাশিত: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৯৭ বার পড়েছে
সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেল ৬৭ যাত্রীসহ নভোএয়ার

ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় এয়ারবাসের সামনের চাকা ফেটে হওয়ার ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে সংঘটিত এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ৬৭ জন আকাশযাত্রী।

তবে হঠাৎ চাকা ফেটে হওয়া এবং অতর্কিত স্টার্ট বন্ধ করায় হোচটজনিত চরম ঝাকুনিতে ভিতরে সিট ও বাংকারের সাথে ধাক্কা খেয়ে এবং আতংকে তারাহুরো করে লাফিয়ে নামতে গিয়ে অনেকেই নিচে পড়ে বা পায়ের চাপায় আহত হয়েছেন। এয়ারবাসটিও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে বিকল হয়ে রানওয়ের মাঝ বরাবর অবস্থান করায় ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ হয়ে গেছে। সেই সাথে যাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং ঢাকাগামীরা চরম বিপাকে পড়েছে।

দূর্ঘটনা কবলিত এয়ারবাসের যাত্রী নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু ০১৭১৬৩৪৪১২৭ নম্বরের মুঠোফোন জানান, নভোএয়ারের ভিকিউ৯৬৭ ফ্লাইট টি সন্ধা ৬ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে। সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে ৬৭ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকা রানওয়ে ছোয়া মাত্রই বিকট শব্দে ফেটে যায় (বাস্ট করে)। এতে চলন্ত এয়ারবাসের চাকা রানওয়ের কংক্রিটে ঘষা লেগে ধোঁয়ার সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে পাইলট দ্রুত এয়ারবাসটির ইঞ্জিন জরুরী ভিত্তিতে অফ করে দেন। এতে রানওয়েতেই বিকল হয়ে পুরো এয়ারবাস অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বিকট শব্দ এবং এবড়ো খেবড়ো ভাবে এয়ারবাস চলতে থাকায় যাত্রীরা ভয়ে আতংকিত হয়ে হৈ-হুল্লোড় শুরু করে। হঠাৎ অস্বাভাবিকভাবে থেমে যাওয়ায় তাদের আতংকের মাত্রা বেড়ে যায় এবং কান্নার রোল পড়ে যায়।

পরে গেট খুলে দিলে তড়িঘড়ি করে যাত্রীরা সন্ত্রস্ত অবস্থায় রানওয়েতে নেমেই দৌড়ে ছুটতে থাকেন। এতে অনেকেই হুমড়ি খেয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন। শিশু নারী ও বয়স্করা এসময় চরম শোচনীয় পরিস্থিতিতে পড়েন। অনেকেই লাফিয়ে নামতে গিয়ে আঘাত পেয়েছেন।

এদিকে এয়ারপোর্ট থেকে কর্মকর্তা কর্মচারীরাও দ্রুত ছুটে আসেন। তারা আহত যাত্রীদের সেবা দেয়ার চেষ্টা করেন। বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায় এয়ারবাসটি। কিন্তু পুরো বিমানবন্দর জুড়ে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়। ঢাকা থেকে আগত যাত্রীরা এমন পরিস্থিতিতে সময়ের সাথে ধকল কাটিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বিমানবন্দর ছাড়লেও ঢাকায় যাওয়ার জন্য আগত যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে হতাশ হয়ে পড়েন।

নভোএয়ার কর্তৃপক্ষ তাদের আস্বস্ত করলেও শেষ পর্যন্ত তাদের যাত্রা কখন সম্ভব হবে সে বিষয়ে সঠিক কোন তথ্য বা নিশ্চয়তা দিতে না পারায় তারা বিপাকে পড়েন। বিমানবন্দরে অবস্থান করবেন না ফিরে যাবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন। রাত যত গড়ায় তাদের ভোগান্তি তত বাড়তে থাকে।

সৈয়দপুর আঞ্চলিক বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ মুঠোফোনে জানান, এয়ারবাসে আগুন লাগার কোন ঘটনা ঘটেনি। শুধু চাকা ফেটে গেছে। এটা বড় কোন সমস্যা নয়। যাত্রীদের প্রয়োজনে এয়ারক্রাফট দিয়ে ঢাকায় পৌছানো হবে।

নভোএয়ার কর্তৃপক্ষের স্থানীয় মার্কেটিং এন্ড সেলস্ অফিসার বাপ্পা ০১৭১১৪৫৯৪৩১ নম্বরের মুঠোফোন কথা হলে তিনি জানান, সামনের চাকা বাস্ট হওয়ায় এয়ারবাস বিকল হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সবগুলো ফ্লাইট স্থগিত করেছেন। তাই আগামীকাল যাত্রীদের অন্য ফ্লাইটে ঢাকায় পৌছানো হবে।

এ খবর লেখা পর্যন্ত (রাত দশটা) বিকল এয়ারবাসটি রানওয়ের মধ্য বরাবরই অবস্থান করছিল এবং যাত্রীদের যাত্রা নিয়ে সৃষ্ট জটিলতার কোন সুরাহা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD