1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
অভয়নগরে ৪৬ বিএনপি নেতাকর্মীর নামে মামলা,আটক ১০
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অভয়নগরে ৪৬ বিএনপি নেতাকর্মীর নামে মামলা,আটক ১০

কে.এম আলীঃ
  • প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩২২ বার পড়েছে

অভয়নগরে আত্নঘাতী কাজের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আটক ও পলাতক ৩৬ জনকে আসমী করে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন পুলিশের উপ-পরিদর্শক বনি-আমিন। আটক আসামীরা হলেন, নওয়াপাড়া গুয়াখোলা গ্রামের কামরুজ্জামানের পুত্র নওয়াপাড়া পৌর বিএপির যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান জনি(৩৮), রাজঘাট এলাকার মো, জাকির হোসেনের পুত্র পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো.আকরাম হোসেন কুরাইশী(৩৬), কোটা গ্রামের ওমর আলীর পুত্র থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আনিসুর রহমাম(৩৫), বনগ্রামের বেনজীর আহম্মেমের পুত্র থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মাসুদ পরিভেজ সাথী(৩৮), বাগদা গ্রামে সাকাওয়াত সরদারের পুত্র যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেন (৩২), পাইকপাড়া এলাকার আব্দুর রশিদ শেখের পুত্র থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহাফুজুর রহমান ইউসুফ(২৯), পায়রা গ্রামের ফজলুল হকের পুত্র থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানভির আহম্মেদ(২৫), বাগদা এলাকার আতিয়ার রহমান বিশ্বাসের পুত্র জেলা ছাত্রদলের সদস্য মামুন বিশ্বাস(৩০), চলিশিয়া গ্রামের ইনতাজ আলীর পুত্র শহিদুল ইসলাম(২৫), বাগুটিয়া গ্রামের সরোয়ার শেখের পুত্র ইকবাল শেখ(৩৫)।

মামলা সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারী (শরিবার) রাত ৮.৩৫ টায় উপজেলার একতারপুর তালতলাহাট চাঁর রাস্তার মোড়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে সড়কপথ, রেলপথ ও বিভিন্ন কলকারখানা সহ রাষ্ট্রিয় সম্পদ ক্ষতিসাধন ও সরকারের ভাবমুর্তি নষ্ট করার উদ্দ্যেশে এক থেকে দেড়শত বিএনপির নেতাকর্মী দেশীয় অস্ত্র লাঠিসোটা, লোহার রড সহ ইটপাটকেল নিয়ে রাষ্ট্রোবিরোধী শ্লোগান দিয়ে রাষ্ট্রিয় সম্পদের ক্ষতি চেষ্টাকালে অভয়নগর থানার এস আই বনি-আমিন, আকরাম হোসেন, ইসরাফিল আহম্মেদ শামীম, রিয়াজ হোসেন, জয়ন্ত সরকার, শাহ্ আলম, মনিরুল ইসলাম, মনিরুজামান, এ এস আই আব্দুল হামিদ, সিলন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে উপরক্ত ধৃত আসামী সহ মোট ৪৬ জন কে এজাহারী ও অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১/১। এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান বলেন, গ্রেপ্তার কৃত আসামীদের আজ রবিবার (২ জানুয়ারী) যশোর আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD