বিশ্বের প্রকৌশলীদের অন্যতম আন্তর্জাতিক সংগঠন, Industrial Engineering and Operations Management Society (IEOM), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর শাখার স্টুডেন্ট ব্রাঞ্চের প্রথম কমিটি প্রকাশ করা হয়েছে।
ডুয়েট ব্রাঞ্চের চ্যাপ্টার অফিসারের সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: আবু হানিফ এবং একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান চৌধুরী কে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।প্রকাশিত নতুন কমিটিতে ফ্যাকাল্টি অ্যাডভাইজার হিসেবে আছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ার হোসাইন (বিভাগীয় প্রধান), পৃথ্বিরাজ দে (সহকারী অধ্যাপক), মো: শোভন জাহিদ (সহকারী অধ্যাপক), মাহমুদ খান (সহকারী অধ্যাপক), সায়েম মাহমুদ (সহকারী অধ্যাপক), মো: ইমরান হোসাইন (সহকারী অধ্যাপক) ও মো: আশফাকুর আরিফিন (প্রভাষক)।
IEOM মূলত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের উন্নয়নে নিয়োজিত। নতুন এই কমিটির সভাপতি এর মাধ্যমে জানা যায় যে , খুব শীঘ্রই তারা একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে।নতুন এই কমিটির কর্ম পরিকল্পনায় আরো রয়েছে ভার্চুয়াল সেমিনার, আইডিয়া কম্পিটিশন, ডিজাইন কম্পিটিশন ও স্পিস কম্পিটিশন।পরিশেষে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসাইন (বিভাগীয় প্রধান) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয় এবং তিনি এই সংগঠনের সাফল্য কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।