ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কয়েকদিন ধরে বিদ্যুতের ভিলকিবাজিতে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ করার খবর পাওয়া গেছে।সরাইলে বিদ্যূত সর্বরাহ বন্ধ থাকার প্রতিবাদে বিদ্যূতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জির নেতৃত্বে উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগী জনতা।
এ সময় মহাসড়কের অবরোধের খবর পেয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ও বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সান্তনা দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম বলেন,বিকেলে হাইওয়ে রোডে কিছু জনতা বিদ্যুতের দাবীতে অবরোধ করলে সরাইল থানার অফিসার ইনচার্জ স্যারসহ অবরোধকারীদের সাথে কথা বললে তারা অবরোধ তুলে নেয়।
এ ব্যপারে জানতে চাওয়া হলে,সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি বলেন,সরাইল বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের ফোন করলে ফোনেও পাওয়া যায়না। গত বুধবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত প্রায় ২৬ ঘন্টা শাহবাজপুর এলাকায় বিদ্যূত ছিলনা আর শুক্রবার কিছু সময়ের জন্য বিদ্যুত আসে আবার বিদ্যূত চলে যায়।
ইউপি চেয়ারম্যান আক্ষেপ করে বলেন,এখন পর্যন্ত এলাকায় বিদ্যূত সর্বরাহ বন্ধ রয়েছে।তার মধ্যে প্রচন্ড গরমে মানুষের চরম ভোগান্তি হচ্ছে।তাই এলাকার ভুক্তভোগী জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।তিনি বলেন,এ সমস্যার সমাধান না হলে জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
১৮ সেপ্টেম্বর বিকালে সরাইল উপজেলা বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সুমন হোসেন জানান, আশুগঞ্জ সাব-স্টেশনে ত্রুটি থাকায় বিদ্যুত সরবারাহে সমস্যা হচ্ছে।আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুল বলেন,অবরোধের কথা শুনে বিদ্যূত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ফোন দিয়েছি।বিদ্যুতের লাইনে কাজ করার কারনে বিদ্যূত সরবরাহ সাময়িক সমস্যা হচ্ছে জানতে পেরেছি।ইউএনও বলেন,বিদ্যূতের বিষয়টি আগামীকাল জেলা মিটিং এ উপস্থাপন করব বলে তিনি জানান।