এম এ হাসান: দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা বিরামপুরে থানা পুলিশের অভিযানে ফেনসিডিল সহ ১ জন মহিলা মাদক কারবারীকে আটক করা হয়েছে। বিরামপুর থানা সূত্র জানায়, দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল বিরামপুর) মিথুন সরকারের দিকনির্দেশনায় শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর সুদক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টীম উপজেলার পৌর শহরের ইসলামপাড়া এলাকার আব্দুর রউফ (লিওন) এর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রীকে আটক করা হয়। এসময়, জনৈকের বাড়ির শয়ন কক্ষ থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।আটককৃত নারী মোসাঃ শামসুন নাহার জুই (২৩) হলেন, দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া এলাকার আব্দুর রউফ (লিওন) এর স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুর রউফ (লিওন) পালিয়ে যায়।সূত্র আরো জানায়, আটককৃত নারী ও তার পলাতক স্বামী পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পরস্পরের সহযোগিতায় সীমান্ত হতে ফেনসিডিল এনে তাদের বাড়ি থেকেই মাদক ব্যবসা চালাচ্ছিল। ১ জনকে পলাতক দেখিয়ে আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য বিশেষ আইনে মামলা দায়ের পূর্বক রবিবার (২৯ ডিসেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জাতীয় দৈনিক কালজয়ী কে নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান।