নূরুল আলম আবির:
এখানে আকাশ নীল।
ঘনকুয়াশার ভেতর থেকেও টকটকে লাল সূর্যটা আমাদের যেমন নতুন ভোরের স্বপ্ন দেখায়; ঠিক তেমনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একজন আশার ও ভরসার প্রতীক আছেন। গণমানুষের পরম আপনজন হয়ে যিনি এ জনপদকে উন্নয়ন জোয়ারে ভাসিয়ে দিয়ে, আমাদের পরম আপন স্বপ্ন হয়ে মন ভরিয়ে দিয়েছেন তিনি আমাদের অহংকার, এ জনপদের আওয়ামী রাজনীতির মহাকবি সাবেক সফল রেলপথ মন্ত্রী জননেতা জনাব মোঃ মুজিবুল হক এমপি।
অঁজোপাড়া গাঁয়ে জন্মিলেও তরতর করে ছোট কদমে পৌঁছে গেছেন যিনি জনপ্রিয়তার শীর্ষে, সফলতার স্বাক্ষর রেখেছেন জাতীয় পর্যায়ে। স্থানীয় আওয়ামী রাজনীতির অজেয় দূর্গের মহানায়ক হয়ে এখানে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিয়েছেন মুক্তোর মত ঝলমলিয়ে। চৌদ্দগ্রামের ৪২৯টি গ্রামের অলিগলি আলো করে কুমিল্লা জেলার হৃদয় মাঠকে করেছেন আলোর ক্যানভাস। চৌদ্দগ্রাম থেকে বৃহত্তর কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, দেশরত্নের পবিত্র স্বপ্ন ও নির্দেশনা বাস্তবায়নে দেখিয়েছেন মহাকাব্যিক কারিশমা। দলের বাঘা বাঘা নেতাদের পাশে থেকেও দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। সবধরনের অযোগ্যতাকে পায়ে দলে এ জনপদে স্লোগান তুলেছেন জয় বাংলার, উদীত করেছেন বঙ্গবন্ধুর আদর্শের সার্বজনীন সূর্য।
এখানে বঙ্গবন্ধুর আদর্শের আলোকে বেড়ে উঠেছে অগণিত অজস্র রত্ন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী রাজনীতির পর তারা নেতৃত্ব দিয়েছেন দেশকে। তার চমৎকৃত ও জ্বলন্ত উদাহরণ— সাবেক সফল রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি, সাবেক আইনমন্ত্রী ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুল মতিন খসরু এমপি, বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি এবং বর্তমান এলজিআরডি মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপিসহ আরো অনেকে। এখানে এ বৃহত্তর কুমিল্লায় দেখুন আলোর বন্যা, সাফল্যের মহাযাত্রা। এ যাত্রা এ সাফল্য অব্যাহত থাকুক অনন্তকাল। কুমিল্লাবাসী গর্বিত হোক যুগ যুগ ধরে।
সবচেয়ে সমস্যা জর্জরিত খাত রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাফল্যের ফোয়ারা ঝরিয়ে মুজিবুল হক এমপি অবাক করেছেন দেশরত্নকে, দেশবাসীকে। তাই একাধিক বার রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে জাতির জনকের কন্যা সবাইকে জানান দিয়েছেন— মুজিবুল হক আসলেই বঙ্গবন্ধুর আদর্শের খাঁটি নেতা, আমাদের দলের যোগ্য কাণ্ডারী। বৃহত্তর কুমিল্লা জয় করেছে দেশরত্নের হৃদয় মাঠ, জাতির জনকের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুমহান আস্থা।
আমাদের এ জনপদে প্রিয় চৌদ্দগ্রামে মুজিবুল হকের মত জননেতা মহান আল্লাহর নিজ হাতে বর্ষণ করা রহমত ছাড়া আর কিছু নয়। হে আমাদের পরম আকাঙ্খিত জননেতা সাবেক সফল রেলপথ মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক এমপি, আপনি আমাদের অহংকার, চৌদ্দগ্রামবাসীর গৌরবান্বিত এক অজেয় কৃতি বীর। আপনি ভালো থাকুন। মহান আল্লাহ আপনাকে সুদীর্ঘ নেক হায়াত দান করুক। আপনার জয় হোক। জয় হোক চৌদ্দগ্রামবাসীর।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয়তু শেখ হাসিনা।।
লেখকঃ
কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী
২৯ ডিসেম্বর ২০১৯ ইং।