উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিনতাই করার প্রস্তুতির সময় র্যাপিট এ্যাকশান ব্যাটিলিয়ান র্যাব-১২ এর একটি অভিযানিক দল হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৭ জন ছিন্তাইকারীকে গাঁজা ও ইয়াবাসহ আটক হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার উত্তরপাড়া গ্রামের আব্দুল হাদী তালুকদারের ছেলে আদিলউজ্জামান ও আজিজুর রহমান শান্ত, পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবাড়ীয়া গ্রামের কোবাদ হোসেনের ছেলে আলম সরদার ও ফিকুল ইসলাম, বেতকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত-সুরুত প্রামাণিকের ছেলে আবুল কালাম, পৌর এলাকার ঘোষগাঁতী পালপাড়া গ্রামের মংলা চন্দ্র ভৌমিকের ছেলে উজ্জল চন্দ্র ভৌমিক, বড়হর ইউনিয়নের বোয়ালিয়া কামারখালি গ্রামের আব্দুল বয়েত আলীর ছেলে সেলিম হোসেন।
র্যাব-১২ এর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খলিলুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে হাটিকুমরুলের মহাসড়কে ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল ছিন্তাইকারির একটি দল । এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যার-১২ এর একটি টহল দল অভিযান চালিয়ে ৭ জন ছিনতাইকারিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, দুটি কাটার, দুটি প্লাস, দুটি স্ক্রু ড্রাইভার, একটি টেস্টার, ২৫ গ্রাম গাঁজা ও ছয়টি ইয়াবার বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।