1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী তীরের ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী তীরের ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফয়সাল আহমেদ :
  • প্রকাশিত: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার পড়েছে
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী তীরের ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী তীরের ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আবু বাশার বাদশার বাসভবনের বাউন্ডারী দেয়াল,উত্তরা জুট মিলের বাউন্ডারী দেয়াল,ফকির ফ্যাশনের জমির বাউন্ডারী দেয়াল,লা রিভারিয়া রিসোর্টের স্থাপনাসহ ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দর কর্তৃপক্ষ।

বুধবার ১৫ সেপ্টেম্বর দিনব্যাপী একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়।সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন।এসময় বিপুল সংখ্যক পুলিশ,উচ্ছেদকর্মী উপস্থিত ছিলো।

এদিকে,উচ্ছেদ অভিযানের সময় হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনকালে উত্তরা জুট মিলের মালিক দিলীপ কুমার মোদিসহ তাদের কর্মকর্তারা বাধা প্রদান করলে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়।তবে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

করোনার কারণে দীর্ঘদিন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি।যে কারণে দখলদারদের দৌড়াত্ব বেড়ে গিয়েছিল।দীর্ঘদিন পরে উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নূর হোসেন স্বপন জানান,বুধবার উচ্ছেদ অভিযানের প্রথম দিনে ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।দখলদাররা যত প্রভাবশালী হোক তাদের ছাড় নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD