1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
রাস্তা নয় যেন মরণফাঁদ ব্রাহ্মণপাড়ায় গোলাবাড়িয়া-দিঘীরপাড় সড়কের দশা
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাস্তা নয় যেন মরণফাঁদ ব্রাহ্মণপাড়ায় গোলাবাড়িয়া-দিঘীরপাড় সড়কের দশা

আতাউর রহমান:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ বার পড়েছে
রাস্তা নয় যেন মরণফাঁদ ব্রাহ্মণপাড়ায় গোলাবাড়িয়া-দিঘীরপাড় সড়কের বেহাল দশা
রাস্তা নয় যেন মরণফাঁদ ব্রাহ্মণপাড়ায় গোলাবাড়িয়া-দিঘীরপাড় সড়কের বেহাল দশা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোলাবাড়িয়া-দিঘীরপাড় সড়কের বেহাল দশা। উপজেলার সিদলাই ইউনিয়নের গোলাবাড়িয়া হতে বালিনা, বালিনা হতে পূর্ব পোমকাড়া ও পশ্চিম পোমকাড়া থেক বালিনা হয়ে বেড়াখোলা ও বেড়াখোলা হতে লাড়ুচৌ দির্ঘীরপাড়া পর্যন্ত এই সড়কের দীর্ঘ কয়েক বছর যাবত সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করতে পারে না এলাকাবাসী।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার সিদলাই ইউনিয়নের গোলাবাড়িয়া-দিঘীরপাড় সড়ক পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার সাথে যোগাযোগের একটি সংযোগ সড়ক। এই সড়কের অধিকাংশ জায়গা দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টির পানি জমে কোথাও কোথাও হয়ে গেছে গর্ত। অটোরিকশা, সিএনজিসহ সকল প্রকার যানবাহন চলাচলে পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে। ইট-পাথর-খোয়া উঠে গিয়ে কোথাও কোথাও নেই সড়কের অস্তিত্বও। সড়ক যেন হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।

এই সড়কে যাতায়াতকারী ও এলাকাবাসীর অভিযোগ, এই সড়কে সংস্কারের ছোঁয়া লাগেনি বহুদিন। সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির জমা পানিতে খানাখন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে দুই উপজেলার এই সংযোগ সড়কটি। এ নিয়ে এলাকাবাসীসহ এই সড়কে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এলাকাবাসীরা জানান, বেহাল এই সড়কে নিরুপায় হয়ে যানবাহন চলাচলে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করে রিকশা, অটোরিকশা সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন।

এই পথে যাতায়াতকারী মাসুদ আলম বলেন, এই সড়কে যাতায়াতকারী অসুস্থ ব্যক্তিদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। তিনি জানান, পার্শ্ববর্তী উপজেলা দেবীদ্বার যাওয়ার এই সংযোগ সড়কে দুই উপজেলার অনেক মানুষ প্রতিদিন যাতায়াত করে। আর ভোগ করতে হয় এই অসহনীয় চরম দুর্ভোগ।

এদিকে এলাকাবাসীসহ এই সড়কে যাতায়াতকারীদের প্রাণের দাবী,যত দ্রুত সম্ভব দুই উপজেলার গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি সংস্কার করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD