মোঃ তাসলিম উদ্দিন: “দাঙ্গা মুক্ত সরাইল গড়ার লক্ষ্যে ” অস্ত্র ছেড়ে কলম ধরি,সুন্দর আগামী সরাইল গড়ি, এই স্লোগান কে সামনে রেখে সভা অনুষ্টিত হয়েছে। মাদক,জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে শুক্রবার (২২ নভেম্বর) জুম্মা নামাজের খুদবার আগ মুহূর্তে থানা পুলিশের উদ্যোগে পৃথকভাবে উপজেলার শাহবাজপুর ইউপির ধীতপুর উওর পাড়া জামে মসজিদে পুলিশের পক্ষ থেকে এ জনসচেতনা মুলক সভা অনুষ্টিত হয়। এরই অংশ হিসাবে সরাইল থানার অফিসার ইনর্চাজ মোঃ সাহাদাত হোসেন টিটো, জামে মসজিদে নামাজ আদায় করেন, এ সময় ওসি বলেন, আমাদের সন্তান কোন ভুল পথে যাচ্ছে কিনা, অসৎ ব্যক্তির সাথে মিশছে কি না। সে খবর আমাকেই রাখতে হবে। মাদক,জুয়াও দাঙ্গা-র্ধমীয় বিবাদ ভুলে,সকলে মিলে মিশে শান্তির সরাইল গড়তে কাজ করতে হবে । তিনি উপস্থিত মুসিল্লিদের উদ্দেশ্য বললেন, মুসলমান ভাই ভাই র্ধমীয় বিবাদ করা করা যাবে না। র্ধম নিয়ে যাতে কোন প্রকাণ্ড করতে না পারে ওসি ধর্মপ্রাণ মুসলমানগনকে একযোগে কাজ করার আহ্বান করেন।
Home চট্টগ্রাম বিভাগ ব্রাহ্মণবাড়িয়া দাঙ্গা-র্ধমীয় বিবাদ ভুলে মিলে মিশে শান্তির সরাইল গড়তে হবে: ওসি সাহাদাত