শাহাদাৎ হোসেন শিপন: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় নূর ড্রাগ হাউস ও মায়ের দোয়া মোবাইল এন্ড সার্ভিসিং নামের দুইটি দোকানে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নূর ড্রাগ হাউস থেকে বিভিন্ন কোম্পানির ঔষধ ও মায়ের দোয়া মোবাইল এন্ড সাভিসিং থেকে মোবাইল ফোন, র্চাজার, এমবি র্কাডসহ সাড়ে ১৪ লাক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার বিকালে সোনারগাঁ থানায় একটি অভেিযাগ দায়ের করা হয়েছে।
দোকানের মালিক আজিজুল হক ও মহনি উদ্দিন জানান, উপজেলার প্রতাপেরচর এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। শনিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের তালা ভাঙ্গা ও শাটার খোলা। এসময় নূর ড্রাগ হাউসের ভিতরে প্রবেশ করে দেখতে পাই রেকে থাকা বিভিন্ন কোম্পানির এন্টবিায়োটকি ও নগদ টাকাসহ প্রায় ১০লক্ষ টাকার ঔষধ ও মায়ের দোয়া মোবাইল এন্ড সাভিসিং দোকান থেকে মোবাইল ফোন, চার্জার, এমবি কার্ড ও নগদ টাকাসহ সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।