কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে সাজাপ্রাপ্ত আসামি ও মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।থানা পুলিশ সূত্রে জানা যায়,ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা’র নির্দেশে এসআই মনিরুল ইসলাম ও এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের বারেশ্বর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নাওতলা এলাকার মৃত আনু মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (৪৭) ও তার স্ত্রী শাহারা খাতুন (৩৭) এবং দাউদকান্দি উপজেলার বাঁশখোলা এলাকার (বর্তমান নাওতলা এলাকার) আরিফ হোসেনের স্ত্রী ফাইমা খাতুন (২০)কে গ্রেফতার করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৩৭ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে একইদিন এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি উপজেলার নগরপাড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জামাল হোসেন (৪০)কে গ্রেফতার করে।এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।