কুমিল্লার নাঙ্গলকোটে সম্পত্তি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে চাচা এবং তার সন্তানরা কর্তৃক ভাতিজার মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে নাঙ্গলকোট পৌরসভার নতুন হরিপুর উত্তর পাড়া গ্রামে।বিষ প্রয়োগে প্রায় ৩০মণ মাছ মেরে ফেলা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় ২লাখ ৪০ হাজার টাকা বলে মাছের প্রজেক্টের মালিক বিল্লাল হোসেন দাবি করেন।এব্যাপারে বিল্লাল হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।বিল্লাল হোসেন বলেন,আমার চাচা আবদুল গফুর এবং তার সন্তান ইউসুফ,নুরুল আমিন ও আব্দুল হক আমাদের দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করার চেষ্টা করে।এনিয়ে আদালতে এলএসটি মামলা নং ১০৫৪/২০১৮ চালু রয়েছে।
আমাদের ভোগ দখলীয় সম্পত্তিতে আমি মৎস্য প্রজেক্ট করে গত ৪ বছর থেকে মাছ চাষ করে আসছি।আমার চাচা এবং তার সন্তানরা সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে গত বুধবার রাতে আমার মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগ করে আমার ছোট-বড় প্রায় ৩০ মণ মাছ মেরে ফেলেন।এতে আমার প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা ক্ষতি হয়।মাছ হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) আতিকুর রহমান বলেন,আমি বিষয়টি সরেজমিনে তদন্ত করবো।