1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় ফের পানি বৃদ্ধি,দূর্ভোগে ৩৭গ্রামের অর্ধলাখ পানিবন্দি মানুষ
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় ফের পানি বৃদ্ধি,দূর্ভোগে ৩৭গ্রামের অর্ধলাখ পানিবন্দি মানুষ

মিজানুর রহমান :
  • প্রকাশিত: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার পড়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় ফের পানি বৃদ্ধি,দূর্ভোগে ৩৭গ্রামের অর্ধলাখ পানিবন্দি মানুষ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ফের পানি বৃদ্ধি পাচ্ছে।ফলে নতুন করে বন্যাকবলিতদের মাঝে আতঙ্ক,উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।গত দুই দিন ধরে পানি বৃদ্ধির ফলে বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭ গ্রামের পানিবন্দি অর্ধলাখ মানুষের আবারো দুর্ভোগ বাড়বে।

এমনিতেই দীর্ঘদিন ধরে বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পানিবন্দি অর্ধলাখ মানুষ চরম দুর্ভোগ দুর্দশায় রয়েছে।পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭টি গ্রাম বন্যাকবলিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়ে ওই সকল গ্রামের অর্ধলাখ মানুষ।পানি কমতে থাকায় কোমর অথবা হাঁটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছিল বন্যাকবলিতদের।

গত ১লা সেপ্টেম্বর থেকে আবারো পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে বানভাসিদের মাঝে।প্রায় একমাস ধরে বন্যাকবলিত অর্ধলাখ মানুষ পানিবন্দি থাকায় তাদের মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা ধরনের রোগ।সংকট রয়েছে বিশুদ্ধ পানি,খাবার ও পশু খাদ্যের।

এদিকে পানিবন্দি অর্ধলাখ অসহায় মানুষের অনাহারে অর্ধাহারে দিন কাটলেও দুই ইউনিয়নে ১৬০০ প্যাকেট করে মাত্র ৩ হাজার ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান,গত দুই দিন ধরে বন্যার পানি আবারো বাড়ছে।প্রতিদিনই প্রায় দুই ইঞ্চি করে পানি বৃদ্ধি পাচ্ছে।ফলে পানি বৃদ্ধি পাওয়ায় আবারো বন্যাকবলিত মানুষের মাঝে শঙ্কার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD