শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডে ডাকাত দলের ছুরিকাঘাতে স্থানীয় জাহাঙ্গীর মৃধা(৪০)গুরুতর আহত হয়েছে।৪ ডাকাত দলের সদস্যকে আটক করেছে এলাকাবাসী।আহতকে ঢাকা হৃদরোগ ইনইস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার সময় মৃধা কান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ডাকাতদলে চারজনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।আটকদের মধ্য একজন চাঁদপুর পুরান বাজারের বাসিন্দা মন্টু মিঝির ছেলে সুজন মিঝি,লতিফ মোল্লার ছেলে মোঃ এরসাদ মোল্লা,মানু মোল্লার ছেলে মনসুর আহমেদ,লতিফ মোল্লার মেয়ে শাহনাজ বেগম এরা সবাই ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে মৃধাবাড়ি কবরস্থানের সামনে ১০ থেকে ১২ জন ডাকাতি করার চুক্তি করছিলো।তখন জাহাঙ্গীর নামে একজন ডাকাতদের কথা শুনে ফেলে।তখন ডাকাতদলের একজন এসে জাহাঙ্গীরের উপর দেশীয় ধারালো অস্র দিয়ে হামলা চালায়।এতে মারাত্মক জঘম হয় জাহাঙ্গীর।
এলাকাবাসী খবর পেয়ে ডাকাতদলের ৪ জনকে আটক করে চেয়ারম্যান ইউনুছ সরকারের অফিসে তার হেফাজতে তুলে দেয়।পরে সকালে পুলিশ এসে ঐ চারজনকে গ্রেফতার করে।এসময় তাদের কাছ থেকে অবৈধ তিনটি ধারালো তলোয়ার উদ্ধার করা হয়।ডাকাতদের নামে অস্র এবং ডাকাতির দুইটি মামলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আক্তার আসামী বলেন,গেলো কয়েকদিন আগেও এখানে ডাকাতির ঘটনা ঘটেছিলো।তখন কাউকে ধরতে পারিনাই।এইবার আমরা ধরতে পারছি ডাকাতদের।এখন এদের আইননুসারে উপযুক্ত বিচার এবং সাথে জড়িতদের ব্যাবস্থা নেওয়া উচিৎ।
এবিষয় সখিপুর থানার অফিসার ইনচার্জ আসসাদুজ্জামান হাওলাদার বলেন,উত্তর তারাবুনিয়া ইউনিয়ন থেকে ৪ ডাকাতদলের সদস্যকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে ডাকাতি এবং অস্র দুইটি মামলা করা হয়েছে।