প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার লোকের উপস্থিতিতে হয়ে গেলো দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তের উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে অনুষ্ঠিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা।পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের হাসানখোর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন উপজেলার ৪টি দল অংশগ্রহণ করে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন।এ বছর খেলাটি উপভোগ করতে আশপাশের কয়েকটি উপজেলা থেকে আসা হাজার হাজার লোক নদীর দুই পাড়ে ভীড় জমায়।
সেইসাথে গ্রামগঞ্জের নারীদের উপস্থিতি ছিল চোখে পরার মত।মনোমুগ্ধকর এমন আয়োজনের ধারাবাহিকতা চান প্রতিযোগীরা।এই নৌকা বাইচ যেন সামনে আরও কলেবরে অনুষ্ঠিত হয় এবং যুগ থেকে যুগান্তর বেঁচে থাকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন খেলা দেখতে আসা একাধিক দর্শক।