কুষ্টিয়া দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাছ কেটে নিয়ে নিলেন আলাউদ্দিন আহমেদ মিনু নামে এক কর্মচারী।২৬ আগষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাউন্ডারির ভিতরে থাকা লাখ টাকার মেহগুনি গাছ রাতের আধারে কেটে নিয়েছেন হাসপাতালের ষ্টাফ জুনিয়ার মেকানিক আলাউদ্দিন আহমেদ মিনু।
এ বিষয়ে এলাকাবাসী জানান মিনু দির্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন অনিয়ম করে আসছে।নিজের ডিউটি ঠিকমত না করে ডাক্তারের সাথে থেকে বিভিন্ন ক্লিনিকে অপারেশন করে বেড়ায়।তাছাড়াও ২০১৮ সালে হাসপাতালের পুরাতন রড,জানালা সহ বিপুল পরিমানের লোহা জাতীয় দ্রব্য হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে গোপনে বিক্রি করেছেন মিনু।
প্রত্যক্ষদর্শিরা জানান,ততকালীন সময়ে আমরা এলাকাবাসী বিষয়টি ধরে ফেললে টি এইচ ও সঠিক বিচারের আশ্বাস দিলেও তার কোন বিচার না হওয়াতে সে আরো বেপরোয়া হয়ে হাসপাতালের বিভিন্ন অনিয়ম করে আসছে।তারই ধারাবাহীকতায় লক্ষাধীক টাকার মেহগনি গাছ সহ অন্যান্য গাছ কেটে নিয়েছে।আমরা চাই সঠিক তদন্ত করে সঠিক বিচার।এই ধরনের অসৎ কর্মচারীর কারনে সরকারের বিভিন্ন উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে দৌলতপুর হাসপাতালের জুনিয়ার মেকানিক আলাউদ্দিন আহমেদ মিনু জানান,বৃহস্পতিবার রাতে ঝড়ে গাছ বৈদ্যুতিক তারের সাথে হেলে পড়ে তাই কেটে খড়ি বানিয়েছি।শুক্রবার থাকার কারনে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে কেটে ফেলেছি।এ বিষয়ে দৌলতপুর হাসপাতালের টি এইচ ও তৌহিদুল হাসান তুহিন জানান,হাসপাতালের গাছ চুরী যাওয়া মর্মে থানায় একটি জি ডি করেছি।আমি চাই ঘটনার সঠিক তদন্ত হোক।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান,হাসপাতালের গাছ চুরির বিষয়ে থানায় একটি জি ডি হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।