নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র যাচ্ছিল বগুড়ায়।সেখান থেকে অস্ত্র চলে যেতে গন্তব্যে।কিন্তু তার আগেই অস্ত্রের চালান আটকে দিয়েছে র্যাব।গ্রেফতার করেছে এই কান্ডে যুক্ত দুই যুবককে।রোববার রাত ১১টার দিকে জেলার নিয়ামতপুর উপজেলা আড্ডা বাজার পূর্বপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার শেখপাড়া এলাকার কিবরিয়া রাজুর ছেলে মোঃ হৃদয় (২৭) ও একই উপজেলার হামিদপাড়া এলাকার আফাজের ছেলে মোঃ শিশির (২০)।তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে র্যাব-৫ এর প্রেন্স বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে,রোববার রাতে র্যাব-৫ এর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার আড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় একটি বিদেশি রিভলবার,৫টি ওয়ান শুটারগান,১ রাউন্ড গুলি ও কিছু টাকাসহ দুইজনকে আটক করা হয়।
প্রেন্স বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,গ্রেফতারকৃতরা র্যাবের কাছে স্বীকার করেছেন তারা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে অটোরিকশা যোগে নওগাঁয় নিয়ে যাচ্ছিলো।পরবর্তীতে অস্ত্রগুলো নওগাঁ থেকে ট্রাকযোগে বগুড়ায় নিয়ে যাওয়ার কথা ছিলো।দীর্ঘদিন ধরেই একই কাজে নিজেদের যুক্ত থাকার কথাও স্বীকার করেছেন দুই যুবক।
পরে তাদের বিরুদ্ধে স্থানীয় নিয়ামতপুর থানা অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) হুমায়ুন কবির জানান,আজ (সোমবার) দুপুরে র্যাবের পক্ষ থেকে আটক দুই জনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।