মাসুদ রানাঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় পৌর শহরে একডালা ধোপাবাড়ী মহল্লার প্রেমিক মাহমুদুল হাসান মানা হত্যা মামলার অভিযুক্ত প্রেমিকাসহ ৪ জনকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো, প্রেমিকা কলেজ ছাত্রী শাওন ওরফে ইভা (১৭), পিতা ছানোয়ার হোসেন ছানু (৪৫), মাতা নুরমহল খাতুন (৪০) ও চাচা মনোয়ার হোসেন মনো (৪০)।
এ মামলা তদন্তকারী অফিসার সিরাজগঞ্জ সদর থানার এসআই ফারুক আহমেদ জানান, একই মহল্লার সবদের আলী ভুট্রুর ছেলে মাকমুদুল হাসান মানা (২০) গত বছর এসএসসি পরীক্ষায় ফেল করার পর পিতার সাথে কাজকর্ম করে আসছিল। এ সুযোগে একই মহল্লার কলেজ ছাত্রী ইভা তার সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এমন প্রেমের সম্পর্কটি প্রেমিকার পরিবারের লোকজন জানার পর প্রেমিক মানাকে হত্যার পরিকল্পনা নেয়।
এ পরিকল্পনায় প্রেমিকা ইভাকে দিয়ে বৃহস্প্রতিবার মধ্যে রাতে প্রেমিক মানাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মারপিট ও শ্বাসরোধে হত্যা করে তার লাশ প্রেমিকার পিতার ঘরের জানালার সাথে প্যান্টের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা হয়। পুলিশ শুক্রবার দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত প্রেমিকাসহ ওই ৪ জনকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার সকালে তাদেরকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে শুক্রবার রাতে প্রেমিকা ইভাসহ ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অপর ৩ জন আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এদিকে ওই দিন বিকেলে এ হত্যাকান্ডের প্রতিবাদে নিহতের স্বজনেরাসহ এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা থানার সামনে এসে হত্যাকারীদের ফাঁসি দাবি করে স্লোগান দেয়। পুলিশ কর্মকর্তারা এ হত্যাকান্ডের তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হয়।