মোনায়েম খান: ছাত্রীদের যৌন নির্যাতনকারী জেলার বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।
জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা পৌর সভার সামনের সড়কে মানবিক নেত্রকোনা, শিশু ছায়া, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী প্রগতি সংঘ, জনউদ্যোগ, নেত্রকোনা মহিলা পরিষদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ব্যানারে শনিবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচী জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও জনউদ্যোগ জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, মানবিক নেত্রকোনার খান ফয়জুল, নেত্রকোনা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, নারী নেত্রী কোহিনূর বেগম, নারী প্রগতির সংঘের মৃনাল কান্তি চক্রবর্তী, কল্পনা মহানায়ক, নাছিমা খানম, সাংস্কৃতিক কর্মী শিল্পী ভট্টাচার্য, অভিভাবক শাহানা আক্তার পপি, শিশু ছায়ার সম্পাদক নেত্রকোনা উশু অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান বাবুল, তোফায়েল খান শায়ন প্রমুখ।
উল্লেখ্য, জেলার বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন গত ২৫ ফেব্রুয়ারী বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এক শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন চালায়। বিষয়টি কাউকে না জানানোর কথা বলে। ছাত্রী বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী মহল মীমাংসার কথা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। ইউএনও এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বারহাট্টা থানার ওসিকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে গত ১০ জুন প্রধান শিক্ষক আইন উদ্দিনকে আসামি করে ছাত্রী নিজেই বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত শিক্ষার্থীকে নির্যাতনকারী শিক্ষক আইন উদ্দিনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রীর বড় ভাই জানান, প্রধান শিক্ষক আইন উদ্দিনের দ্বারা এর আগেও আরে অনেক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে। ভয় ও লোকলজ্জায় কেউ তার বিরুদ্ধে মূখ খোলেনি।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল আলম খান জানান, ছাত্রীর ওপর যৌন নির্যাতনকারী ওই শিক্ষককে গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তাকে এলাকায় পাওয়া যাচ্ছে না।