কে এম রায়হান: বৃষ্টির পানিতে ডুবে গেছে সিলেট নগরীর অধিকাংশ এলাকা। আজ সিলেট নগর গুড়ে দেখা যায়, নগরীর পাঠানটুলা,মিরাবাজার, নাইরপুর পয়েন্ট,রিকাবীবাজার,এলাকা ঘুরে দেখা যায় মানুষের দুর্ভোগের চিএ। নগরীর অন্যতম পয়েন্ট সুবিদজাবার এলাকার কোথা ও কোমর পানি আবার কোথাও হাটু পানিতে নওমজ্জিত ছিলো পুরো এলাকা। নগরীর জলজটের অন্যতম পয়েন্ট সুবিদবাজার এলাকার কোথাও কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানিতে নিমজ্জিত ছিল পুরো এলাকা।জানা গেছে রাত থেকে বৃষ্টির কারনে বুধবার সিলেটের নাইওরপুল,তাতীপাড়া,বাগবাড়ি,মদিনা মার্কেট,উপশহর,ভাতালিয়া,তালতলা,লামাবাজার, জামতলা,ছড়ারপার,সুবিদবাজার,রায়নগর,সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।এছাড়া নগরীর সিটি সুপার মার্কেট,লালদীঘিরপার মার্কেট সহ আরো অনেক দোকান তলিয়ে যায় পানির নিচে।দোকানে পানি ডুকে নষ্ট হয়ে গেছে বিভিন্ন দোকানের মালামাল।গত কাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত ছিলো সারাদিন।কখন ও থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে।বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পরেন যাএী ও চালকরা। পানি লেগে ইন্জিন বন্দ হয়ে হাটুর উপরে থাকা পানিতে নেমে ঠেলে ঠেলে অনেক যানবাহন নিতে দেখা যায়।