তৌকির আহাম্মেদ: সাভারের আমিনবাজার এলাকায় নির্মাণাধীন ভবনের বাইরের অংশে থাকা একটি পিলার ভেঙ্গে মাথায় পড়ে আবু বকর সিদ্দিক (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকার বিদ্যুতের একটি পাওয়ার প্ল্যান্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আবু বকর সিদ্দিক নাটোর জেলার সিংড়া উপজেলার বড় চৌগ্রামের মিজানুর রহমানের ছেলে। সে আমিনবাজার এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। প্রত্যক্ষদর্শী এবং থানা পুলিশ জানায়, নিহত ওই শিশুর বাবা মিজানুর বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টে তেল সরবরাহ করতেন। প্রতিদিনের মত শুক্রবারও তিনি বিদ্যুতের ঐ পাওয়ার প্ল্যান্টে তেল সরবরাহের জন্য গেলে তার ছয় বছরের শিশুও পিছু নেয়। পরে তার সন্তানকে প্ল্যান্ট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের পাশে রেখে কাজ করছিলেন তিনি। হঠাৎ ভবনটির বাইরের অংশের একটি পিলারের সাথে বাঁধা কাপড় শুকানোর ধাতব ক্যাবল দুর্ঘটনাবশত সড়কে চলন্ত একটি রিকশার সাথে আটকে যায়। এতে পিলারটি ভেঙ্গে শিশু সিদ্দিকের মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যায় সে। সাভার মডের থানার পুলিশ পরিদর্শক (ওসি) এ.এফ.এম সায়েদ জানান, আমিনবাজারে নির্মাণাধীন ভবনের বাইরের অংশের ছোট একটি পিলার ভেঙ্গে ৬ বছরের এক শিশু মারা গেছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।