জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৮-১৯ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ পৌর শহরের ভবের বাজার ফুটবল মাঠে সম্পন্ন হয়েছে।
বুধবার বিকালে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদপত্র প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুুবুর রহমান, বাফুফে কোচ রুহুল আমিন রাহুল। পরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে উপজেলার অংশগ্রহনকারী ৩০জন তরুন ফুটবলারদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।