সৌরভ মাহমুদ হারুন: বৃহস্প্রতিবার কুমিল্লার বুড়িচং থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের মাঠে মাদক, বাল্যবিয়ে,যৌতুক, ইভটিজিং বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা এবং পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার এস আই রাজিব কর। আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য যথাক্রমে মোঃ হাফিজ উদ্দিন, মোঃ ওমর ফারুক, নওশের আলী, রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ সোলেমান খান,মোঃ নাসির উদ্দীন, সোলাইমান ভূইয়া,জাহাঙ্গীর আলম,হাজী মোঃ সামসুল হক, হাজী আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম সবুজ, মোঃ ফিরোজ মিয়া,মোঃ জামাল হোসন,সাবাল মিয়া,ছাত্রলীগ নেতা মহিউদ্দিন বাবু, সায়েদুল আলম,আব্দুল মালেক, দুলাল হোসেন, আনিসুর রহমান, মোঃ দেওয়ান হোসেন,শাহ আলম প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার ব্যক্তব্যে বলেন সরকার মাদক নির্মুলে যেকোন পরিস্থিতিতে মোকাবেলায় প্রস্তুত। পুলিশ কোন অবস্থায় মাদককে ছাড় দেবেনা। তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ীরা আত্ম সমর্পণ করলে সরকার হয়তো তার দিকে দিতে পারে। অপর দিকে তিনি আরও বলেন বাল্যবিয়ে,যৌতুক, ইভটিজিং সমাজের একটা কঠিন সমস্যা। এবিষয়ে সকলকে বুঝতে হবে সজাগ থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে।