শাহজাহান আলী মনন: পশুর পক্ষেও যে কাজটি করা কল্পনা করা যায়না সেই কাজটিই করেছে মানুষ রুপী জগতের শ্রেষ্ঠ প্রাণী। দুনিয়ায় চোখ খোলেনি এখনো, অথচ অবৈধ গর্ভপাত ঘটিয়ে নিথর দেহ খালে ফেলে গিয়েছে হয়তো কোন কপোত-কপোতী। মৃত সেই অভাগা শিশুটির লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ামিস্ত্রিপাড়া (হিন্দুপাড়া) রেলওয়ে কারখানা সংলগ্ন (গোলাহাট কবরস্থান ও ৭১’র গণহত্যার বধ্যভুমির একটু অদুরো) খালে। খালের পানিতে নিথর এই শিশুটির মরদেহ ভেসে উঠেছে।
এলাকাবাসীর এ দৃশ্য দেখে বলছিলেন যে, দিন দিন এভাবে অসামাজিকতা আর নারীর স্বাধীনতার আড়ালে বেহায়াপনার প্রসার, বিভিন্ন রেস্টুরেন্টে অবৈধ মিলনের সুবর্ণ সুযোগের ফসল সৈয়দপুরেও দিন দিন বেড়েই চলেছে অসামাজিকতা। ফলে বাড়ছে অবৈধ গর্ভপাত যার বলি হচ্ছে এসব নিষ্পাপ শিশুরা।