এইচ এম ফারুক: মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারে সরকারি খাল এবং ষাটনল ইউনিয়ন পরিষদের জমির উপর রাতের অন্ধকারে অবৈধ দোকানঘর নির্মাণ করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে দোকানগুলো অপসারণ এবং সরকারি জায়গা বেদখল মুক্ত করা হয়েছে। জানা যায় দির্ঘদিন ধরে সরকারি জায়গা বেদখল করে দোকান তুলে ভাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয় প্রভাবশালী জনৈক শাহাজালাল নামে একব্যক্তি।
এর মধ্যেই জনৈক কতিপয় ব্যক্তি রাতের অন্ধকারে আবারও নতুন করে সরকারি জায়গায় অবৈধ ভাবে দোকানঘর নির্মাণ করলে স্থানীয়সময় জনগণ মতলব উত্তর উপজেলার প্রশাসনকে জানান। উপজেলা সহকারি কমিশন (ভুমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশীষ ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি সম্পত্তি বেদখল মুক্ত করেন। এদিকে সরকারি জমি দখল মুক্ত হওয়ায় কালিপুর বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনগণ স্বস্থি প্রকাশ করেন। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি কমিশন (ভুমি) শুভাশিস ঘোষ।