শাহজাহান আলী মনন: নীলফামারী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরীকে নীলফামারী বাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পেীর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও জেলার উর্দ্ধতণ কর্মকর্তারা।
২৫ জুন মঙ্গলবার সৈয়দপুর বিমান বন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলার উর্দ্ধতণ কর্মকর্তারা। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজহারুল ইসলাম, ডোমার উপজেলা নির্বাহি অফিসার উম্মে ফাতেমা, ডিমলা উপজেলা নির্বাহি অফিসার নাজমুন নাহার, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আবুল কালাম আজাদ, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার সহ আরো অনেকে।
উল্লেখ্য গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সূত্র থেকে জানা যায়, হাফিজুর রহমান চৌধুরী এর আগে ভূমি মন্ত্রি সাইফুজ্জামান চৌধুরী শিখরের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া ইতোপূর্বে তিনি সিলেট বিভাগীয় সহকারী কমিশনারের দায়িত্বও পালন করেছেন। নীলফামারী থেকে বিদায়ী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনকে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।