জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরে ইজি বাইক(টমটম) বন্ধের দাবীতে গতকাল সোমবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা শাখার ১৯২৬ এর অন্তভর্’ক্ত সকল উপ-কমিটি ও সর্বস্থরের পরিবহন শ্রমিকবৃন্দ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পৌর পয়েন্টে এসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।পৌর পয়েন্ট পূর্বপাড় উপ-কমিটির সভাপতি শফিকুল ইসলাম খেজর এর সভাপতিত্বে ও সদস্য মঞ্জুর ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ১৯২৬ এর উপ-কমিটি জগন্নাথপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা মো. মসাইদ আলী, উপ-কমিটি রানীগঞ্জ-শিবগঞ্জ-হেলিপেড শাখার সভাপতি মো. মুকিত মিয়া, ট্রাক শাখার সহ-সভাপতি মো. আলী রাজ, লাইটেস শাখার আজিজ মিয়া, পশ্চিম বাজার উপ-কমিটির সহ-সভাপতি সেবুল মিয়া প্রমুখ।