কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৬%।এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন শনিবার বিকেল সাড়ে ৪ টা দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১৪ আগস্ট শনিবার বিকেল থেকে ১৫ আগস্ট রবিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।শনাক্তদের মধ্যে ৪৮ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।বাকিদের মধ্যে আদর্শ সদরের ৮, বুড়িচংয়ের ৬,চান্দিনায় ২, চৌদ্দগ্রামের ২৩,লাকসামের ১৪, লালমাইয়ের ৮,নাঙ্গলকোটের ২৯,বরুড়ার ২০, ব্রাক্ষণপাড়ার ৯,দেবিদ্বারের ৩, মেঘনায় ১৫, তিতাসের ১২, হোমনার ৮, মুরাদনগরে ৩,মহোরগন্জের ৫, দাউদকান্দির উপজেলার ৪০ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে বুড়িচংয়ের, নাঙ্গলকোটের, চান্দিনায়,বরুড়ার একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে একজন নারী এবংতিনজন পুরুষ।জেলায় এখন পর্যন্ত ৩৬হাজার ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬০জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১০ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৩ হাজার ৬২১ হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়।সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।