সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ধামকৈল গ্রামে গরুসহ মোছাঃ রোমেনা বেগম(৫০) নামের ১ জন বৃদ্ধা নারী বজ্রপাতে নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত রোমেনা বেগম মৃত-রমজান আলীর মেয়ে। সে স্বামী পরিত্যাক্ত বৃদ্ধা মহিলা ছিলেন।
গত এক সপ্তাহ জুড়ে শুরু হয়েছে বেড়েছে রোদের প্রখরতা ও খরতাপ। মানুষ প্রচন্ড গড়মে অতিষ্ট হয়ে পরেছে। আজ ১৪ জুন শুক্রোবার সারাদিন খরতাপে প্রচন্ড গড়মে বিকালে মেঘের ঘনঘাটা ও গর্জন শুরু হয়। ধামকৈল গ্রামের উত্তরচরায় গরু গোছর দেয়াছিল। ভারী বৃষ্টির পানি পড়া দেখে মাঠে গরু আনতে যায় রোমেনা বেগম।গরুর কাছে পৌছা মাত্রই বজ্রপাত ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলে গরুসহ রোমেনা বেগমের মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতাম বইছে।