জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ দক্ষিণ বাস স্ট্যান্ড ও উত্তর পাড় বাস স্যান্ড এর মধ্যে গতকাল বুধবার বিকালে দুইপক্ষের সংঘর্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এক শিশুর লাশ নিয়ে মাকুলি যাওয়ার পথে যাত্রী উঠানো নিয়ে লেগুনা ড্রাইভার সাথে রানীগঞ্জ দক্ষিন পাড়ের সিএনজি স্যান্ড এর লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল বুধবার বিকালে সূবর্ণকোনা পয়েন্ট এর উভয় পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতরা হলেন লিকছন (৩৫), দিলোয়ার (২৭), জিবিল মিয়া (২৫) সহ আর অনেকেই। খবর পেয়ে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এস আই অনুজ কুমার দাশ, এসআই লুৎফুর রহমান, এস আই অনিক দেব সহ একদল পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরিস্থিতি শান্ত থাকলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।