নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার দিঘা সরদারপাড়া ব্রিজ থেকে নিচে পড়ে শফির মন্ডল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা মৈত্রীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফির মন্ডল উপজেলার দিঘা সরদারপাড়া গ্রামের মৃত ছবর আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শফির মন্ডল বাড়ির পাশের ব্রিজে বসেছিলেন। এসময় হঠাৎ তিনি মাথা ঘুরে ব্রিজের নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।