জিএম মিজান: ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলকায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহত ২ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সোমবার দুপরে উপজেলার ছোনকা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে নীলফামারীর দিকে যাওয়া কোচ সাথী পরিবহনের সাথে বিপরীতমুখী ঢাকাগামী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং মহাসড়কের কার্পেটিং এর কাজকরা শ্রমিক ফরিদুল ইসলামকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. রতন হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, এ সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২জন আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, উপজেলার চকবেলী গ্রামের ইয়াদুলের ছেলে বরাত উদ্দিন (২৫) ও সদর থানার নিতমাথা এলাকার লুৎফর রহমানের ছেলে মাসুদ রানা(২৬)। কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী এ প্রতিবেদক-কে বলেন, ছোনকা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় নিহত ফরিদ হোসেনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হইয়াছে ও গাড়ী দুটি আটক করেছে।