নওগাঁ প্রতিনিধি: নিজ স্বার্থ হাসিলের জন্য হাসেন আলী মিথ্যার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন নওগাঁর হাঁসাইগাড়ী ইউনিয়নের নামাকুজাগাড়ীর গ্রাম্য চিকিৎসক মামুন আলী। উল্লেখ্য গত ২৩ মে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নওগাঁর হাঁসাইগাড়ী ইউনিয়নের নামাকুজাগাড়ী গ্রামে গত ১৫ দিন যাবৎ অসহায় কৃষক হাসেন আলী’র পরিবারের উপর হামলা, হুমকি এবং একঘরে করে রাখার অপচেষ্টা চালনোর অভিযোগ পাওয়া গেছে গ্রামের প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগি হাসেন আলী অভিযুক্ত আমজাদ আলীকে প্রধান আসামী করে ৩১ জনের বিরুদ্ধে নওগাঁর বিজ্ঞআদালতে অভিযোগ দায়ের করেন। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ।
এবিষয়ে গ্রাম্য চিকিৎসক মামুন আলী জানান, আমাদের প্রতিপক্ষরা আমার , আমজাদ হাজী এবং রিঙ্কুর নাম উদ্দ্যেশ্যপ্রনোদিত ভাবে সমাজের মানুষের কাছে আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। যার কোন সত্যতা নেই। তিনি আরো বলেন, হাসেন আলী সহ তার পরিবারের সদস্যরা নিয়মতি মসজিদে নামাজ আদায়, ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে যাচ্ছেন এতে আমরা কোন বাঁধা দেইনাই। এছাড়া দিন মজুরকেও বাড়িতে কাজ করতে নিষেধ করা হয়েছে এবং এক প্রকার একঘরে করে রাখার মত সকল চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন যা সম্পর্ন মিথ্যা এগুলো তথ্য দিয়ে সমাজের মানুষের নিকট ছোট করা হয়েছে ।
অভিযুক্ত রিঙ্কু বলেন, হাসেন আলীকে গাছের সাধে বেঁধে রেখে জোর পূর্বক তার রোপনকৃত ধান কর্তন করেছি এগুলো অভিযোগও তোলা হয়েছে আমাদের বিরুদ্ধে এগুলোর কোনটাই সঠিক নয়। এগুলোতে কাঠখৈইর দক্ষিন পাড়ার কোমর আলী শাহ এলাকার সাধারন মানুষকে মামলা দিয়ে হয়রানি করতে ইন্ধন দেয়। এগুলোতে সহযোগিতার করার নামে তিনি হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিনিয়ত। আমরা এ সমাজেরই মানুষ তাই সমাজবদ্ধ হয়ে সকলের সাথে বসবাস করতে চাই। আমরা কেমন তা আমাদের চারপাশের মানুষ জানে। জমিজমা নিয়ে বিরোধ চলছে যার সুরাহা মহামান্য আদালত সঠিক রায় দিবেন। এবিষয়ে থানাতে আমরাও একটি অভিযোগ করেছি তাই আশা করছি প্রকৃত সত্যের জয় হবেই। যে বানোয়াত ও মিথ্যা তথ্য দিয়ে আমাদের সন্মান হানি করা হয়েছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।