শাহাদাৎ হোসেন চৌধুরী শিপন: গত ১ লা জুন নিজ বাড়ির সামনে থেকে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদি পূর্বপাড়া গ্রামের নুর মোহাম্মদের মেয়ে ও সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের এইচএসসি’র ছাত্রী মিতা আক্তার (১৭) কে অপহরণের ৭দিন পর গতকাল শনিবার দুপুরে টিপরর্দী এলাকা থেকে উদ্ধার করেছেন সোনারগাঁ থানার এস আই মীর নাজমুল হুদা। এই মর্মে ছাত্রীর বাবা সোনারগাঁ থানায় অপহরনের অভিযোগে তিনজনকে আসামী করে মামলা করেছেন।
মামলার বিবরণে প্রকাশ, টিপরদীর মাইনকাভিটা গ্রামের আলমগীরের ছেলে শাকিল দীর্ঘদিন ধরে মিতার কলেজ যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উক্ত্যক্ত করতো এবং শাকিলের মা বাবা মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। গত ১ জুন সিএনজি যোগে শাকিল তার বাবা আলমগীর হোসেন ও মা সাহেদা বেগমকে সাথে নিয়ে মিতাকে অপহরণ করে নিয়ে যায় ।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং মূল আসামী শাকিলকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর দুই অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।