কে এস এম আরিফুল ইসলাম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল-কাভার্ড ভ্যান সংঘর্ষে পারভেজ (২৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১ জুন) রাত নয়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের ইছবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত নয়টার দিকে ইছবপুরে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে নিহত পারভেজের মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সে মারা যায় পরে তাকে চাপা দিয়ে কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) অধীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অনুসন্ধানে জানতে পারাযায় নিহত পারভেজের বাড়ী শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নে বলে জানান তিনি।