তৌকির আহাম্মেদ: সাভারের আশুলিয়ায় পারাগ্রামের নয়াপারা এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও এক রাউন্ড গুলিসহ শান্ত ম-ল (২২) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি )।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পারাগ্রাম থেকে তাকে আটক কারা হয়েছে বলে জানিছেন ডিবি পুলিশ। আটককৃত শান্ত ম-ল পারাগ্রামে নয়াপারা এলাকার আব্বাস আলী ম-লের ছেলে।সাভার ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম (পিপিএম) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে শান্ত দৌড়ে পালানোর চেষ্টা করে একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে। আশুলিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।