মোঃ হাসমত আলী: আজ(৩১শে মে)২০১৯ইং রোজ শুক্রবার পবিত্র বিদাতুল জুমা। পবিত্র রমজান মাসের শেষ জুমা আজ। তাই আজ সারা দেশে পবিত্র বিদাতুল জুমা পালিত হবে। প্রতিবছর এই দিনটি ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে পালন করেন বিশ্ব মুসলমানরা।
পবিত্র বিদাতুল জুমা উপলক্ষে জুমার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।বিদাতুল জুমা তথা রমজান মাসের শেষ জুমার নামাজে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
মুসল্লিদের নিরাপত্তায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আরজু মোঃসাজ্জাদ হোসেন বলেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বলে জানা তিনি।